আমাদের পৃথিবী
একনজরে পৃথিবীর ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলা জানুন এখানেঃ
পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন
আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি
সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য)
(প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড)
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি
মোট মহাসাগর- ৫টি
মোট মহাদেশ- ৭টি
মোট রাষ্ট্র- ২০৪টি
মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)
সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান
দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া
দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল
যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন
প্রশ্নঃ চা পানে শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়- Ans: ফ্রাঙ্কফুর্ট
প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? Ans: ইরিত্রিয়া
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের? Ans: রাশিয়া
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) ক্রয় ক্ষমতার ভিত্তিতে জিডিপি’তে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি? Ans: ভূটান
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম? Ans: ৪৪তম
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কত সময় মহাশূন্যে অবস্থান করে? Ans: ৮৭৯ দিন
প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে? Ans: চীন
প্রশ্নঃ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? Ans: অষ্টম
প্রশ্নঃ Which is considered the coldest place on earth?/পৃথিবীতে শীতলতম স্থান কোনটি? Ans: Verkoyansk in Siberia
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি? Ans: দ্য গ্লোব
প্রশ্নঃ পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? Ans: চেরাপুঞ্জি
প্রশ্নঃ বিশ্বের কোন দেশ সর্বাধিক শরণার্থী আশ্রয় প্রদান করে? Ans: তুরস্ক
প্রশ্নঃ ফরবেস ম্যাগাজিন-এর তালিকা অনুযায়ী, ২০১৫ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে? Ans: ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ কৃষি পণ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে শীর্ষ দেশ কোনটি? Ans: সিঙ্গাপুর
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বিশ্বের দীর্ঘমেয়াদী রাজা কে? Ans: ভূমিবল আদুলাদেজ
প্রশ্নঃ Which country has the largest area of rainforest? Ans: Brazil
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি? Ans: পেট্রোচায়না
প্রশ্নঃ পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনোটি? Ans: চীন
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ কৃষি পণ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বিশ্বের কোন অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? Ans: আফ্রিকার সাব সাহারা অঞ্চলে
প্রশ্নঃ ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? Ans: ৪র্থ
প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মুর্তিটি কোথায় অবস্থিত ছিল? Ans: আফগানিস্তান
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) হীরক উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? Ans: রাশিয়া
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) জনসংখ্যার উর্বরতার হার কম কোন দেশে– Ans: ম্যাকাও
প্রশ্নঃ বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? Ans: ইস্তাম্বুল
প্রশ্নঃ পোশাক আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে বাংলাদেশের অবস্থান কততম? Ans: ১৭৪তম
প্রশ্নঃ টেক্সটাইল রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ Which is the world’s second-largest country in land area?/আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ- Ans: Canada
প্রশ্নঃ পৃথিবীর সর্বপ্রথম কফি হাউজ কোন শহরে কত সালে প্রতিষ্ঠিত হয়? Ans: কায়ারোতে ১৫১১ সালে
প্রশ্নঃ আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ- Ans: মার্কিন যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বিশ্বে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু হয় কোন সালে? Ans: ২০১৩ সালে
প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? Ans: ইন্দোনেশিয়া
প্রশ্নঃ সর্বকালের দীর্ঘমেয়াদী রাজা কে? Ans: দ্বিতীয় সোবুজা
প্রশ্নঃ বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে- Ans: ট্রান্স সাইবেরিয়ান
প্রশ্নঃ ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? Ans: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ বা ভালো দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ টেক্সটাইল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? Ans: সপ্তম
প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান- Ans: চতুর্থ
প্রশ্নঃ পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? Ans: দ্বিতীয়
প্রশ্নঃ প্রতি হাজারে শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ কোনটি? Ans: অ্যাঙ্গোলা
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারীর নাম কি? Ans: গেন্নাদি পাডালকা
প্রশ্নঃ বর্তমান বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি? Ans: কুইন মেরী-২
প্রশ্নঃ বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়? Ans: হিব্রু
প্রশ্নঃ গণতন্ত্রের প্রাণ হলো– Ans: জনগণ
প্রশ্নঃ প্লেটোর শিক্ষক ছিলেন Ans: সক্রেটিস
প্রশ্নঃ সিনাগগ- ধর্মীয় স্থাপত্য– Ans: ইহুদি
প্রশ্নঃ প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? Ans: ব্যাবিলন
প্রশ্নঃ ‘দি টিন ড্রাম’ উপন্যাসের লেখক কে? Ans: গুন্টার গ্রাস
প্রশ্নঃ হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? Ans: জার্মানিতে
প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে — Ans: মত প্রকাশের স্বাধীনতা
প্রশ্নঃ ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাসের রচয়িতা— Ans: ডন ব্রাউন
প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘Oliver Twist’ is written by— Ans: Dickens
প্রশ্নঃ বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়? Ans: বলিভিয়ায়
প্রশ্নঃ কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে? Ans: কুইবেক
প্রশ্নঃ অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক? Ans: ইংরেজি
প্রশ্নঃ প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত? Ans: হানিফ
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়– Ans: ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
প্রশ্নঃ ভিএস নাইপাল কোন বইটির রচয়িতা? Ans: The Enigma of Arrival
প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে? Ans: ১৯২২ সালে
প্রশ্নঃ ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে– Ans: হযরত আবু বকরের (রাঃ)
প্রশ্নঃ পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি? Ans: বাকারা
প্রশ্নঃ মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে? Ans: জার্মানি
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? Ans: মেসোপটেমিয়া
প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? Ans: রোমান
প্রশ্নঃ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়? Ans: ১৭৭৬
প্রশ্নঃ Dreams from my Father বইটির লেখক কে? Ans: বারাক ওবামা
প্রশ্নঃ কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা স্লেজ গাড়ি চালায়? Ans: হাস্কি
প্রশ্নঃ ‘Farewell to Arms’ উপন্যাসের রচয়িতা কে? Ans: আর্নেস্ট হেমিংওয়ে
প্রশ্নঃ নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত? Ans: বৌদ্ধ ধর্ম
প্রশ্নঃ কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? Ans: হযরত ওমর (রাঃ)
প্রশ্নঃ কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? Ans: পীত
প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী? Ans: ইতালি
প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত? Ans: ১১৪
প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? Ans: মাউরি
প্রশ্নঃ The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? Ans: Mandarin(মান্দারিন)
প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী যারা— Ans: রেড ইন্ডিয়ান
প্রশ্নঃ দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক? Ans: জার্মানি
প্রশ্নঃ ‘The Merchant of Venice’ is written by- Ans: Shakespeare
প্রশ্নঃ বহুস্বামী বিবিহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়? Ans: টোডা উপজাতি
প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল Ans: ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের নাগরিক– Ans: তিউনিসিয়া
প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান ।” —-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ? Ans: ধারা ২৭
প্রশ্নঃ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত? Ans: হেলেনিক ও হেলেনিস্টিক
প্রশ্নঃ প্রাচীনযুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? Ans: প্রাচীন গ্রিস ও রোমে
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি? Ans: জুলু
প্রশ্নঃ প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘The Last Supper’ is painted by— Ans: Leonardo da Vinci
প্রশ্নঃ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ? Ans: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? Ans: ত্রিপিটক
প্রশ্নঃ Plato is the citizen of- Ans: Greece
প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় Ans: ফ্রান্সে
বিশ্বযুদ্ধ সমূহ
প্রথম বিশ্বযুদ্ধ
সময়কাল- ১৯১৪-১৮
শুরু হয়- ২৮ জুলাই ১৯১৪
অক্ষশক্তি- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া
মিত্রশক্তি- ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, জাপান, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল ও মন্টিনিগ্রো (জয়ী)
জার্মানি আত্মসমর্পণ করে/ যুদ্ধ শেষ হয়- ১১ নভেম্বর ১৯১৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
সময়কাল-১৯৩৯-৪৫
শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯
অক্ষশক্তি- জার্মানি, ইতালি ও জাপান (আরো ছিল- হাঙ্গেরি, রুমানিয়া, বুলগেরিয়া ও থাইল্যান্ড)
মিত্রশক্তি- রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, চিন, ফ্রান্স ও পোল্যান্ড (আরো ছিল- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুগোশ্লাভিয়া, গ্রিস, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফিলিপাইন ও ব্রাজিল)
তৎকালিন- যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ট্রুম্যান
বৃটেনের প্রধানমন্ত্রী- উইনস্টন চার্চিল
রাশিয়ার প্রেসিডেন্ট- যোসেফ স্ট্যালিন
তৎকালিন- জার্মানির ফ্যুয়েরার- এডলফ হিটলার
ইতালির প্রেসিডেন্ট- মুসোলিনি
জাপানের সম্রাট- হিরোহিতো
যুক্তরাষ্ট্র এটোম/পারমাণবিক বোমা হামলা করে- জাপানের হিরোশিমা (৬ আগস্ট ’৪৫; বোমার নাম- লিটল বয়) ও নাগাসাকিতে (৯ আগস্ট, ’৪৫; বোমার নাম- ফ্যাটম্যান)
পারমাণবিক বোমা হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- ট্রুম্যান
মরুভূমিতে যুদ্ধ করে ‘ডেজার্ট ব্যাট’ উপাধি পান- জেনারেল মন্টোগোমারি (বৃটেন)
কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ
বৃহত্তম ও ক্ষুদ্রতম
প্রশ্নঃ চা পানে শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়- Ans: ফ্রাঙ্কফুর্ট
প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? Ans: ইরিত্রিয়া
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের? Ans: রাশিয়া
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) ক্রয় ক্ষমতার ভিত্তিতে জিডিপি’তে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি? Ans: ভূটান
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম? Ans: ৪৪তম
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কত সময় মহাশূন্যে অবস্থান করে? Ans: ৮৭৯ দিন
প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে? Ans: চীন
প্রশ্নঃ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? Ans: অষ্টম
প্রশ্নঃ Which is considered the coldest place on earth?/পৃথিবীতে শীতলতম স্থান কোনটি? Ans: Verkoyansk in Siberia
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি? Ans: দ্য গ্লোব
প্রশ্নঃ পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? Ans: চেরাপুঞ্জি
প্রশ্নঃ বিশ্বের কোন দেশ সর্বাধিক শরণার্থী আশ্রয় প্রদান করে? Ans: তুরস্ক
প্রশ্নঃ ফরবেস ম্যাগাজিন-এর তালিকা অনুযায়ী, ২০১৫ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে? Ans: ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ কৃষি পণ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে শীর্ষ দেশ কোনটি? Ans: সিঙ্গাপুর
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বিশ্বের দীর্ঘমেয়াদী রাজা কে? Ans: ভূমিবল আদুলাদেজ
প্রশ্নঃ Which country has the largest area of rainforest? Ans: Brazil
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি? Ans: পেট্রোচায়না
প্রশ্নঃ পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনোটি? Ans: চীন
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ কৃষি পণ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বিশ্বের কোন অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? Ans: আফ্রিকার সাব সাহারা অঞ্চলে
প্রশ্নঃ ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? Ans: ৪র্থ
প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মুর্তিটি কোথায় অবস্থিত ছিল? Ans: আফগানিস্তান
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) হীরক উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? Ans: রাশিয়া
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) জনসংখ্যার উর্বরতার হার কম কোন দেশে– Ans: ম্যাকাও
প্রশ্নঃ বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? Ans: ইস্তাম্বুল
প্রশ্নঃ পোশাক আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে বাংলাদেশের অবস্থান কততম? Ans: ১৭৪তম
প্রশ্নঃ টেক্সটাইল রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? Ans: চীন
প্রশ্নঃ Which is the world’s second-largest country in land area?/আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ- Ans: Canada
প্রশ্নঃ পৃথিবীর সর্বপ্রথম কফি হাউজ কোন শহরে কত সালে প্রতিষ্ঠিত হয়? Ans: কায়ারোতে ১৫১১ সালে
প্রশ্নঃ আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ- Ans: মার্কিন যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বিশ্বে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু হয় কোন সালে? Ans: ২০১৩ সালে
প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? Ans: ইন্দোনেশিয়া
প্রশ্নঃ সর্বকালের দীর্ঘমেয়াদী রাজা কে? Ans: দ্বিতীয় সোবুজা
প্রশ্নঃ বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে- Ans: ট্রান্স সাইবেরিয়ান
প্রশ্নঃ ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? Ans: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ বা ভালো দেশ কোনটি? Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ টেক্সটাইল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? Ans: সপ্তম
প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান- Ans: চতুর্থ
প্রশ্নঃ পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? Ans: দ্বিতীয়
প্রশ্নঃ প্রতি হাজারে শিশু মৃত্যুহারে শীর্ষ দেশ কোনটি? Ans: অ্যাঙ্গোলা
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারীর নাম কি? Ans: গেন্নাদি পাডালকা
প্রশ্নঃ বর্তমান বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি? Ans: কুইন মেরী-২
শিক্ষা সাহিত্য ও সভ্যতা
প্রশ্নঃ বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়? Ans: হিব্রু
প্রশ্নঃ গণতন্ত্রের প্রাণ হলো– Ans: জনগণ
প্রশ্নঃ প্লেটোর শিক্ষক ছিলেন Ans: সক্রেটিস
প্রশ্নঃ সিনাগগ- ধর্মীয় স্থাপত্য– Ans: ইহুদি
প্রশ্নঃ প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? Ans: ব্যাবিলন
প্রশ্নঃ ‘দি টিন ড্রাম’ উপন্যাসের লেখক কে? Ans: গুন্টার গ্রাস
প্রশ্নঃ হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? Ans: জার্মানিতে
প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে — Ans: মত প্রকাশের স্বাধীনতা
প্রশ্নঃ ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাসের রচয়িতা— Ans: ডন ব্রাউন
প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘Oliver Twist’ is written by— Ans: Dickens
প্রশ্নঃ বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়? Ans: বলিভিয়ায়
প্রশ্নঃ কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে? Ans: কুইবেক
প্রশ্নঃ অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক? Ans: ইংরেজি
প্রশ্নঃ প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত? Ans: হানিফ
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়– Ans: ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
প্রশ্নঃ ভিএস নাইপাল কোন বইটির রচয়িতা? Ans: The Enigma of Arrival
প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে? Ans: ১৯২২ সালে
প্রশ্নঃ ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে– Ans: হযরত আবু বকরের (রাঃ)
প্রশ্নঃ পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি? Ans: বাকারা
প্রশ্নঃ মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে? Ans: জার্মানি
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? Ans: মেসোপটেমিয়া
প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? Ans: রোমান
প্রশ্নঃ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়? Ans: ১৭৭৬
প্রশ্নঃ Dreams from my Father বইটির লেখক কে? Ans: বারাক ওবামা
প্রশ্নঃ কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা স্লেজ গাড়ি চালায়? Ans: হাস্কি
প্রশ্নঃ ‘Farewell to Arms’ উপন্যাসের রচয়িতা কে? Ans: আর্নেস্ট হেমিংওয়ে
প্রশ্নঃ নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত? Ans: বৌদ্ধ ধর্ম
প্রশ্নঃ কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? Ans: হযরত ওমর (রাঃ)
প্রশ্নঃ কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? Ans: পীত
প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী? Ans: ইতালি
প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত? Ans: ১১৪
প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? Ans: মাউরি
প্রশ্নঃ The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? Ans: Mandarin(মান্দারিন)
প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী যারা— Ans: রেড ইন্ডিয়ান
প্রশ্নঃ দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক? Ans: জার্মানি
প্রশ্নঃ ‘The Merchant of Venice’ is written by- Ans: Shakespeare
প্রশ্নঃ বহুস্বামী বিবিহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়? Ans: টোডা উপজাতি
প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল Ans: ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের নাগরিক– Ans: তিউনিসিয়া
প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান ।” —-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ? Ans: ধারা ২৭
প্রশ্নঃ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত? Ans: হেলেনিক ও হেলেনিস্টিক
প্রশ্নঃ প্রাচীনযুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? Ans: প্রাচীন গ্রিস ও রোমে
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি? Ans: জুলু
প্রশ্নঃ প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘The Last Supper’ is painted by— Ans: Leonardo da Vinci
প্রশ্নঃ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ? Ans: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? Ans: ত্রিপিটক
প্রশ্নঃ Plato is the citizen of- Ans: Greece
প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় Ans: ফ্রান্সে
গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ
বিশ্বযুদ্ধ সমূহ
প্রথম বিশ্বযুদ্ধ
সময়কাল- ১৯১৪-১৮
শুরু হয়- ২৮ জুলাই ১৯১৪
অক্ষশক্তি- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া
মিত্রশক্তি- ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, জাপান, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল ও মন্টিনিগ্রো (জয়ী)
জার্মানি আত্মসমর্পণ করে/ যুদ্ধ শেষ হয়- ১১ নভেম্বর ১৯১৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
সময়কাল-১৯৩৯-৪৫
শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯
অক্ষশক্তি- জার্মানি, ইতালি ও জাপান (আরো ছিল- হাঙ্গেরি, রুমানিয়া, বুলগেরিয়া ও থাইল্যান্ড)
মিত্রশক্তি- রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, চিন, ফ্রান্স ও পোল্যান্ড (আরো ছিল- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুগোশ্লাভিয়া, গ্রিস, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফিলিপাইন ও ব্রাজিল)
তৎকালিন- যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ট্রুম্যান
বৃটেনের প্রধানমন্ত্রী- উইনস্টন চার্চিল
রাশিয়ার প্রেসিডেন্ট- যোসেফ স্ট্যালিন
তৎকালিন- জার্মানির ফ্যুয়েরার- এডলফ হিটলার
ইতালির প্রেসিডেন্ট- মুসোলিনি
জাপানের সম্রাট- হিরোহিতো
যুক্তরাষ্ট্র এটোম/পারমাণবিক বোমা হামলা করে- জাপানের হিরোশিমা (৬ আগস্ট ’৪৫; বোমার নাম- লিটল বয়) ও নাগাসাকিতে (৯ আগস্ট, ’৪৫; বোমার নাম- ফ্যাটম্যান)
পারমাণবিক বোমা হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- ট্রুম্যান
মরুভূমিতে যুদ্ধ করে ‘ডেজার্ট ব্যাট’ উপাধি পান- জেনারেল মন্টোগোমারি (বৃটেন)
কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ
যুদ্ধ | সময় (খ্রি.) | প্রতিপক্ষ | গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
কলিঙ্গের যুদ্ধ | ২৬১ | রাজা অশোকবনাম কলিঙ্গরাজ | |
বদরের যুদ্ধ | ৬২৪ | মুসলিম বনাম মক্কার পৌত্তলিক | |
উহুদের যুদ্ধ | ৬২৫ | মুসলিম বনাম মক্কার পৌত্তলিক | |
খন্দকের যুদ্ধ | ৬২৭ | মুসলিম বনাম কুরাইশ | |
তাবুকের যুদ্ধ | ৬৩৭ | মুসলিম বনাম রোমান | |
শতবর্ষের যুদ্ধ | ১৩৩৮-১৪৫৩ | ইংরেজ বনাম ফরাসি | বীর কন্যা জোয়ান অবআর্ক ফ্রান্সের সেনাপতিত্ব করেন |
পানিপথের ১ম যুদ্ধ | ১৫২৬ | বাবর বনাম ইব্রাহিম লোদী | |
পানিপথের ২য় যুদ্ধ | ১৫৫৬ | বৈরাম খাঁ বনাম হিমু | |
পানিপথের ৩য় যুদ্ধ | ১৭৬১ | আহমেদ শাহ আবদালী বনাম মারাঠা | |
পলাশীর যুদ্ধ | ১৭৫৭ | সিরাজ-উদ-দৌলাবনাম লর্ড ক্লাইভ | মীর জাফরেরবিশ্বাসঘাতকতায় বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন |
বক্সারের যুদ্ধ | ১৭৬৪ | ইংরেজ বনাম মীর জাফর, সুজা-উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী | |
আমেরিকার স্বাধীনতা সংগ্রাম | ১৭৭৬-৮৩ | আমেরিকা বনাম বৃটিশ | জর্জওয়াশিংটনেরনেতৃত্বে আমেরিকা স্বাধীন হয় |
ফরাসি বিপ্লব | ১৭৮৯-৯৯ | ১৪ জুলাইবাস্তিল দূর্গআক্রমণের মাধ্যমে শুরু হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন- নেপোলিয়ান বোনাপার্ট রুশো, ভল্টেয়ার-লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছিলেন ফরাসি বিপ্লবের শ্লোগান- স্বাধীনতা, সাম্যভ্রাতৃত্ব | |
ট্রাফালগার যুদ্ধ | ১৮০৫ | ইংরেজ বনাম ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী | এ যুদ্ধে বৃটিশরা জয়ী হওয়ায় নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয় ট্রাফালগার স্কয়ার বর্তমান লন্ডনে অবস্থিত |
ওয়াটারলুর যুদ্ধ | ১৮১৫ | নেপোলিয়ন(ফ্রান্স) বনাম ডিউক অবওয়েলিংটন(বৃটেন) | নেপোলিয়ন পরাজিত হয়, তাকে সেন্টহেলেনা দ্বীপেনির্বাসিত করা হয় ওয়াটারলু- বেলজিয়ামে(ব্রাসেলসের দক্ষিণে) |
ক্রিমিয়ার যুদ্ধ | ১৮৫৪-৫৬ | ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্ক বনাম রাশিয়া | |
সিপাহী বিপ্লব | ১৮৫৭ | বৃটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয়তাবাদী অভ্যূত্থান | |
কোরিয়া যুদ্ধ | ১৯৫০-৫৩ | উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া | জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবসান |
ভিয়েতনাম যুদ্ধ | ১৯৫৬-৭৩ | উত্তর ভিয়েতনাম বনাম দক্ষিণ ভিয়েতনাম | শান্তি চুক্তির মাধ্যমে অবসান |
পাক-ভারত যুদ্ধ | ১৯৬৫-৬৬ | পাকিস্তান বনাম ভারত | কাশ্মীর নিয়ে যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তিরমাধ্যমে অবসান |
ইরাক-ইরান যুদ্ধ | ১৯৮০-৮৮ | ইরাক বনাম ইরান | শাত-ইল-আরবজলাধারকেকেন্দ্র করে যুদ্ধ |
আন্তর্জাতিক চুক্তি
১ম ভার্সাই চুক্তি
- সাল- ১৭৮০
- সম্পাদনের স্থান- ফ্রা্ন্সের ভার্সাই শহর
- সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-বৃটেন
- বিষয়- আমেরিকার স্বাধীনতা
২য় ভার্সাই চুক্তি
- সাল- ১৯১৯
- সম্পাদনের স্থান- ফ্রান্সের ভার্সাই শহর
ডেটন চুক্তি
- সাল- ১৯৪৫
- সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন বিমান ঘাঁটি
- সংশ্লিষ্ট দেশ- বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়া
- বিষয়- বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের অবসান
আটলান্টিক সনদ
- সাল-১৯৪১
- সম্পাদনের স্থান- আটলান্টিক মহাসাগর
- জাহাজ- প্রিন্সেস অব ওয়েলস
- সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য/ ইংল্যান্ড
- বিষয়- জাতিসংঘ গঠনের প্রথম ধাপ
মানবাধিকার চুক্তি
- সাল- ১৯৪৮
জেনেভা কনভেনশন
- সাল- ১৯৪৯
- সম্পাদনের স্থান- সুইজারল্যান্ডের জেনেভা
- সংশ্লিষ্ট দেশ- ৫৮টি
- বিষয়- যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের ন্যায়বিচারের জন্য আচরণবিধি
তাসখন্দ চক্তি
- সাল- ১৯৬৬
- সম্পাদনের স্থান- উজবেকিস্তানের তাসখন্দ
- সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান
- বিষয়- কাশ্মীর যুদ্ধের অবসান
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি
- সাল- ১৯৬৮
সিমলা চুক্তি
- সাল- ১৯৭২
- সম্পাদনের স্থান- ভারতের হিমাচল প্রদেশের সিমলা
- সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান
প্যারিস চুক্তি
- সাল- ১৯৭৩
- সম্পাদনের স্থান- ফ্রান্সের প্যারিস
- বিষয়- ভিয়েতনাম যুদ্ধের অবসান
ক্যাম্প ডেভিড চুক্তি
- সাল- ১৯৭৮
- সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের ক্যাম্প ডেভিড
ম্যাসট্রিক্ট চুক্তি
- সাল- ১৯৯২
- সম্পাদনের স্থান- নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট
- সংশ্লিষ্ট দেশ- ১২টি ইউরোপীয় দেশ
- বিষয়- অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন
পিএলও-ইসরায়ের স্বায়ত্ত্বশাসন চুক্তি
- সাল- ১৯৯৩
গঙ্গার পানি বণ্টন চুক্তি
- সাল- ১৯৯৬
- সম্পাদনের স্থান- নয়াদিল্লীর হায়দ্রাবাদ
- ৩০ বছর মেয়াদী
CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty)
- সাল- ১৯৯৬
পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি
- সাল- ১৯৯৬
- সংশ্লিষ্ট দেশ- ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও বৃটেন
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি
- সাল- ১৯৯৭
কিয়োটো বিশ্ব উষ্ণতা রোধচুক্তি
- সাল- ১৯৯৭
- সম্পাদনের স্থান- জাপানের কিয়োটো
- যুক্তরাষ্ট্র এই চুক্তি প্রত্যাখ্যান করেছে
- বিষয়- বিশ্ব পরিবেশ রক্ষা
অটোয়া চক্তি/ স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি
- সাল- ১৯৯৭
- সম্পাদনের স্থান- কানাডার কিয়োটো
জাতিসংঘ
জাতিসংঘের সংক্ষিপ্ত প্রোফাইল
নাম- United Nations (UN)
প্রতিষ্ঠা- ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর)
প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১
বর্তমান সদস্য- ১৯৩
সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)
সদর দপ্তর- নিউইয়র্ক
ইউরোপীয় সদর দপ্তর- জেনেভা
মূল সংস্থা- ৬টি
অফিশিয়াল/দাপ্তরিক ভাষা- ৬টি
সচিবালয়ে ব্যবহৃত ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)
বর্তমান মহাসচিব- বান কি-মুন (দক্ষিণ কোরিয়া)
জাতিসংঘ গঠন
জাতিসংঘ গঠনের ৭টি গুরুত্বপূর্ণ ঘটনা বা পদক্ষেপ উল্লেখযোগ্য। এগুলো হল-
১. লন্ডন ঘোষণা
২. আটলান্টিক সনদ : ১৪ আগস্ট, ১৯৪১; তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও বৃটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে বৃটিশ নৌ-তরী ‘প্রিন্সেস অব ওয়েলস’-এ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এক ঘোষণা দেন। এটিই আটলান্টিক সনদ নামে পরিচিত।
৩. মস্কো সম্মেলন
৪. তেহরান সম্মেলন
৫. ডাম্বারটন ওকস সম্মেলন
৬. ইয়াল্টা সম্মেলন
৭. সানফ্রান্সিসকো সম্মেলন : ২৫ এপ্রিল ১৯৪৫, সানফ্রান্সিসকো’তে ৫০টি দেশের প্রতিনিধিরা একটি সম্মেলনে যোগ দেন। ২৬ জুন তারা ১১১ ধারা সম্বলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন। ১৫ অক্টোবর সম্মেলনে অংশ না নেয়া প্রথম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। আর সনদটি কার্যকর হয় ২৪ অক্টোবর। অর্থাৎ সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই তাতে স্বাক্ষর করে পোল্যান্ড। অর্থাৎ, সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত রাষ্ট্র ৫০টি, কিন্তু সেই সম্মেলনে গৃহীত সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি (পোল্যান্ড’সহ)।
জাতিসংঘ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য
জাতিসংঘের প্রতিষ্ঠাকালিন সদস্য ছিল- ৫১ টি
সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য- ৫০ টি
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়- ২৬ জুন, ১৯৪৫
জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ- ৫১ টি
জাতিসংঘ সনদ কার্যকরী হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে
জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর
জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক
জাতিসংঘের সদস্য নয়- তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক- ভ্যাটিকান এবং ফিলিস্তিন
জাতিসংঘ সনদ স্বাক্ষরকারী সম্মেলনে (সানফ্রান্সিসকো সম্মেলনে) উপস্থিত না থেকেও যে দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিগণিত হয়- পোল্যান্ড
জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩
জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান
দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৪ জুলাই
জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ- ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া পদত্যাগ করে পুনরায় ফিরে আসে- ১৯৬৫
পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই- তাইওয়ান
তাইওয়ান চীনের নিকট জাতিসংঘের সদস্যপদ হারায়- ১৯৭১
বিশ্বের স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান ও কসোভো
জাতিসংঘের সংস্থা
জাতিসংঘের মূল সংস্থা- ৬টি (বর্তমানে অবশ্য কার্যকর সংস্থা ৫টি । কারণ, ১৯৯৪ সালে পালাউ’র স্বাধীনতার পরপর অছিপরিষদ (Trusteeship Council) স্থগিত করা হয় ।)
১ | সাধারণ পরিষদ General Assembly | সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়- লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে । সাধারণ পরিষদে প্রতিটি দেশের ভোট দেয়ার ক্ষমতা- ১টি বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়- ১৯৮৬ সালে সভাপতিত্ব করেন- হুমায়ুন রশীদ চৌধুরী |
২ | নিরাপত্তা পরিষদ Security Council | নিরাপত্তা পরিষদ পরিচিত– স্বস্তি পরিষদ নামে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা- ১৫ টি (৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী) ৫টি স্থায়ী রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন ১৯৬৫ সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল- ১১ টি নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে- ৫ টি স্থায়ী সদস্যের ও ৯ টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন ভেটো মানে- আমি এটা মানি না (না ভোট) জাতিসংঘে ভেটো দানের ক্ষমতা আছে- নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রের বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয়- মোট ২ বার (১৯৭৮ ও ১৯৯৯) ২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে সভাপতিত্ব করেন- আনোয়ারুল করিম চৌধুরী |
৩ | অর্থনৈতিক ও সামাজিক পরিষদ Economic and Social Council (ECOSOC) | |
৪ | আন্তর্জাতিক আদালত* International Court of Justice World Court (ICJ) | জাতিসংঘের আন্তর্জাতিক আদালত পরিষদের নাম- স্থায়ী সালিশী আদালত আন্তর্জাতিক আদালতের সদর দফতরের নাম- শান্তি প্রাসাদ (হেগ, নেদারল্যান্ডস) আন্তর্জাতিক আদালতের বিচারক- ১৫ জন আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ- ৯ বছর আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট- হিশাস ওয়াদা (Hisashi Owada) |
৫ | সচিবালয় Secretariat | |
৬ | অছি পরিষদ Trusteeship Council | ১৯৯৪ সালে পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটি স্থগিত (suspended) করা হয় । |
ICC প্রতিষ্ঠা- ১ জুলাই ২০০২
ICC র সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস
ICC র সদস্য- ১১৬ (১ নভেম্বর থেকে ১১৭; ১ ডিসেম্বর থেকে ১১৮)
বাংলাদেশ ICC র সদস্য নয়/ চুক্তি স্বাক্ষর করেনি
UN Women : জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা
জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম)
অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯
কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১
পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women
প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব)
সদর দপ্তর- নিউইয়র্ক
জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘ মহাসচিবের মেয়াদ- ৫ বছর (প্রকৃতপক্ষে মহাসচিবের পদের নির্দিষ্ট কোন মেয়াদ নেই । তবে ঐতিহ্যগতভাবে মহাসচিব ৫ বছরের জন্য ১ বা ২ মেয়াদে নির্বাচিত হন)
জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভে লি (Trygve Lie) (নরওয়ে)
জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব- কফি আনান (ঘানা)
মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট (মায়ানমার) (প্রথম এশীয় মহাসচিব)
জাতিসংঘের বর্তমান মহাসচিব- বান কি মুন (দক্ষিণ কোরিয়া) (নির্বাচিত হন- ২০০৭ সালে)
জাতিসংঘের মহাসচিবদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) ও কফি আনান(২০০১)
জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১)
বিভিন্ন দেশের রাজধানী
মহাদেশ | রাষ্ট্র | রাজধানী |
এশিয়া | আফগানিস্তান | কাবুল |
আর্মেনিয়া | ইয়েরেভান | |
আজারবাইজান | বাকু | |
ইয়েমেন | সানা | |
ইন্দোনেশিয়া | জাকার্তা | |
ইরান | তেহরান | |
ইরাক | বাগদাদ | |
ইসরায়েল | জেরুজালেম | |
উত্তর কোরিয়া | পিয়ংইয়ং | |
উজবেকিস্তান | তাশখন্দ | |
ওমান | মুসকাট | |
কাজাখস্তান | আস্তানা | |
কিরগিজস্তান | বিশকেক | |
কম্বোডিয়া | নমপেন | |
কুয়েত | কুয়েত সিটি | |
কাতার | দোহা | |
চীন | বেইজিং | |
জর্দান | আম্মান | |
জর্জিয়া | বিলিস | |
জাপান | টোকিও | |
তাইওয়ান* | তাইপে | |
তাজিকিস্তান | দুশানবে | |
তুর্কমেনিস্তান | আশগাবাত | |
তুরস্ক | আঙ্কারা | |
থাইল্যান্ড | ব্যাংকক | |
দক্ষিণ কোরিয়া | সিউল | |
নেপাল | কাঠমুণ্ডু | |
পাকিস্তান | ইসলামাবাদ | |
পূর্ব তিমুর | দিলি | |
ফিলিপাইন | ম্যানিলা | |
ফিলিস্তিন* | জেরুজালেম | |
বাংলাদেশ | ঢাকা | |
বাহরাইন | মানামা | |
ব্রুনেই | বন্দর শের-ই-বেগাওয়ান | |
ভূটান | থিম্পু | |
ভারত | নয়াদিল্লি | |
ভিয়েতনাম | হ্যানয় | |
মালয়েশিয়া | কুয়ালালামপুর | |
মালদ্বীপ | মালে | |
মায়ানমার | নেপিদ | |
মঙ্গোলিয়া | উলানবাটোর | |
রাশিয়া | মস্কো | |
লাওস | ভিয়েনতিয়েন | |
লেবানন | বৈরুত | |
শ্রীলঙ্কা | কলম্বো | |
সাইপ্রাস | নিকোশিয়া | |
সিরিয়া | দামেস্ক | |
সৌদি আরব | রিয়াদ | |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর | |
সংযুক্ত আরব আমিরাত | দুবাই | |
ইউরোপ | অস্ট্রিয়া | ভিয়েনা |
আলবেনিয়া | তিরানা | |
অ্যান্ডোরা | অ্যান্ডোরা ভেলি | |
আইসল্যান্ড | রেইকজাভিক | |
আয়ারল্যান্ড | ডাবলিন | |
ইতালি | রোম | |
ইউক্রেন | কিয়েভ | |
ইউনাইটেড কিংডম (ইউকে)/ বৃটেন/ ইংল্যান্ড | লন্ডন | |
এস্তোনিয়া | তালিন | |
কসোভো | প্রিস্টিনা | |
ক্রোয়েশিয়া | জাগ্রেব | |
গ্রিস | এথেন্স | |
চেক রিপাবলিক | প্রাগ | |
জার্মানি | বার্লিন | |
জিব্রাল্টার* | জিব্রাল্টার | |
ডেনমার্ক | কোপেনহেগেন | |
তুরস্ক | আঙ্কারা | |
নেদারল্যান্ড | আমস্টারডাম | |
নরওয়ে | অসলো | |
পোল্যান্ড | ওয়ারশ | |
পর্তুগাল | লিসবন | |
ফ্যারো আইল্যান্ড* | তোরশাভন | |
ফিনল্যান্ড | হেলসিংকি | |
ফ্রান্স | প্যারিস | |
বেলারুশ | মিনস্ক | |
বেলজিয়াম | ব্রাসেলস | |
বসনিয়া এন্ড হার্জগোভিনা | সারাজেভো | |
বুলগেরিয়া | সোফিয়া | |
ভ্যাটিকান | ভ্যাটিকান সিটি | |
ম্যাসিডোনিয়া | স্কোপজে | |
মাল্টা | ভ্যালেট্টে | |
মালদোভা | চিসিনাউ | |
মোনাকো | মোনাকো | |
মন্টেনিগ্রো | পোদগোরিসা | |
রোমানিয়া | বুখারেস্ট | |
রাশিয়া** | মস্কো | |
লিচেনস্টাইন | ভাদুজ | |
লিথুয়ানিয়া | ভিলিনাস | |
লুক্সেমবার্গ | লুক্সেমবার্গ | |
হাঙ্গেরি | বুদাপেস্ট | |
সান ম্যারিনো | সান ম্যারিনো | |
সার্বিয়া | বেলগ্রেড | |
স্লোভাকিয়া | ব্রাতিস্লাভা | |
স্লোভেনিয়া | লুবজানা | |
স্পেন | মাদ্রিদ | |
সুইডেন | স্টকহোম | |
সুইজারল্যান্ড | বার্ন/ বন | |
উত্তর আমেরিকা | অ্যান্টিগুয়া এন্ড বারবুডা | সেন্ট জনস |
ইউনাইটে স্টেটস/ আমেরিকা/ মার্কিন যুক্তরাষ্ট্র | ওয়াশিংটন ডিসি | |
এল সালভাদর | সান সালভাদর | |
কানাডা | অটোয়া | |
কোস্টারিকা | সান হোসে | |
কিউবা | হাভানা | |
গ্রিনল্যান্ড | নুক | |
গ্রেনাডা | সেন্ট জর্জেস | |
গুয়াতেমালা | গুয়াতেমালা সিটি | |
জ্যামাইকা | কিংস্টন | |
ডোমিনিকা | রোসেউ | |
ডোমিনিকান রিপাবলিক | সান্টো ডোমিঙ্গো | |
ত্রিনিদাদ এন্ড টোবাগো (টিএন্ডটি) | পোর্ট অব স্পেন | |
নিকারাগুয়া | মানাগুয়া | |
পানামা | পানামা সিটি | |
পুয়োর্তো রিকো* | সান জুয়ান | |
বাহামা | নাসাউ | |
বার্বাডোস | ব্রিজটাউন | |
বেলিজ | বেলমোপান | |
বারমুডা* | হ্যামিল্টন | |
বৃটিশ ভার্জিন আইল্যান্ডস* | রোড টাউন | |
মেক্সিকো | মেক্সিকো সিটি | |
সেন্ট কিটস এন্ড নেভিস | বাসেতেরে | |
সেন্ট লুসিয়া | ক্যাস্ট্রিস | |
সেন্ট ভিনসেন্ট এন্ড দি গ্রেনাডিয়ানস | কিংস্টাউন | |
হাইতি | পোর্ট অব প্রিন্স | |
হন্ডুরাস | তেগুচিগালপা | |
দক্ষিণ আমেরিকা | আর্জেন্টিনা | বুয়েন্স আয়ার্স |
ইকুয়েডর | কুয়োটো | |
উরুগুয়ে | মন্টিভিডিও | |
কলম্বিয়া | বোগোতা | |
গায়ানা | জর্জটাউন | |
চিলি | সান্তিয়াগো | |
প্যারাগুয়ে | আসুনচিয়ন | |
পেরু | লিমা | |
ফকল্যান্ড আইল্যান্ডস* | স্ট্যানলি | |
ব্রাজিল | ব্রাসিলিয়া | |
বলিভিয়া | সুক্রে লা পাজ (সংসদীয়) | |
ভেনিজুয়েলা | কারাকাস | |
সুরিনাম | পারামারিবো | |
আফ্রিকা | আলজেরিয়া | আলজিয়ার্স |
আইভরি কোস্ট | ইয়ামোসুক্রো আবিদজান (সংসদীয়) | |
অ্যাঙ্গোলা | লুয়ান্ডা | |
ইরিতিয়া | আসমারা | |
ইথিওপিয়া | আদ্দিস আবাবা | |
ইকুইটেরিয়াল গিনি | মালাবো | |
উগান্ডা | কাম্পালা | |
ক্যামেরুন | ইয়ান্দে | |
কেপ ভার্দে | প্রায়া | |
কমোরোস | মোরোনি | |
কঙ্গো | ব্রাজ্জাভিলে | |
কঙ্গো প্রজাতন্ত্র | কিনসাসা | |
কেনিয়া | নাইরোবি | |
গ্যাবন | লিব্রেভিল | |
গাম্বিয়া | বানজুল | |
গিনি | ক্যানোক্রি | |
গিনি-বিসাউ | বিসাউ | |
ঘানা | আক্রা | |
চাঁদ | নজামেনা | |
জাম্বিয়া | লুসাকা | |
জিম্বাবুয়ে | হারারে | |
জিবুতি | জিবুতি | |
টোগো | লোমে | |
তাঞ্জানিয়া | দাদোমা | |
তিউনিসিয়া | তিউনিস | |
দক্ষিণ আফ্রিকা | প্রিটোরিয়া (প্রশাসনিক) কেপটাউন (সংসদীয়) ব্লুমফন্টেইন (আইন বিষয়ক) | |
দক্ষিণ সুদান | জুবা | |
নামিবিয়া | উইন্ডহোয়েক | |
নাইজার | নিয়ামে | |
নাইজেরিয়া | আবুজা | |
বেনিন | পোর্তো নোভো | |
বতসোয়ানা | গ্যাবোর্ন | |
বুরকিনো ফাসো | উগাদুগো | |
বুরুন্ডি | বুজুম্বুরা | |
মিশর | কায়রো | |
মাদাগাস্কার | আন্টানানারিভো | |
মালাওয়ি | লিলোঙ্গি | |
মালি | বামাকো | |
মৌরিতানিয়া | নকচট | |
মরিশাস | পোর্ট লুইস | |
মরক্কো | রাবাত | |
মোজাম্বিক | মাপুতো | |
রুয়ান্ডা | কিগালি | |
লেসোথো | মাসেরু | |
লাইবেরিয়া | মোনরোভিয়া | |
লিবিয়া | ত্রিপোলি | |
সাও টোম এন্ড প্রিন্সিপে | সাও টোম | |
সেনেগাল | ডাকার | |
সিচেলিস | ভিক্টোরিয়া | |
সিয়েরা লিওন | ফ্রিটাউন | |
সোমালিয়া | মোগাদিসু | |
সোমালিল্যান্ড | হার্গেইসা | |
সুদান | খার্তুম | |
সোয়াজিল্যান্ড | বাবান (প্রশাসনিক) লোবাম্বা (রাজকীয় এবং সংসদীয়) | |
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক | বাঙ্গুই | |
অস্ট্রেলিয়া/ ওশেনিয়া | অস্ট্রেলিয়া | ক্যানবেরা |
কুক আইল্যান্ডস* | আভারুয়া | |
কিরিবাতি | দক্ষিণ তারাওয়া | |
টোঙ্গা | নুকুআলোফা | |
টুভ্যালু | ফুনাফুতি | |
নাউরু | ইয়ারেন | |
নিউজিল্যান্ড | ওয়েলিংটন | |
পালাউ | মেলেকেওক | |
পাপুয়া নিউগিনি | পোর্ট মোর্সবি | |
ফিজি | সুভা | |
ভানুয়াতু | পোর্ট ভিয়া | |
মার্শাল আইল্যান্ডস | মাজুরো | |
মাইক্রোনেশিয়া | পালিকির | |
সামোয়া | আপিয়া | |
সলোমন আইল্যান্ডস | হোনিয়ারা |
**চিহ্নিত রাষ্ট্রগুলো একাধিক মহাদেশে অবস্থিত
সর্বোচ্চ ও সর্বনিন্ম
শীর্ষস্থান এবং নিন্মস্থান দখলকারী দেশসমুহ ঃ
রাষ্ট্র (আয়তনে) | বৃহত্তম | রাশিয়া |
ক্ষুদ্রতম | ভ্যাটিকান | |
রাষ্ট্র (জনসংখ্যা) | বৃহত্তম | চীন |
ক্ষুদ্রতম | ভ্যাটিকান | |
ঘনবসতিতে | সর্বোচ্চ | বাংলাদেশ |
সর্বনিম্ন | মঙ্গোলিয়া | |
স্বাক্ষরতার হারে | সর্বোচ্চ | স্লোভাকিয়া |
সর্বনিম্ন | ||
মাথাপিছু আয়ের ভিত্তিতে | সর্বোচ্চ | লুক্সেমবার্গ |
সর্বনিম্ন | মোজাম্বিক | |
গড় আয়ুতে | সর্বোচ্চ | জাপান |
সর্বনিম্ন | সোয়াজিল্যান্ড | |
উচ্চতম অট্টালিকা | সর্বোচ্চ | বুর্জ দুবাই (দুবাই, সংযুক্ত আরব আমিরাত) |
মহাদেশ
মহাদেশ | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | দেশ সংখ্যা (স্বাধীন দেশ) | জাতিসংঘ ভুক্ত দেশ | সর্বোচচ স্থান (মিটার) |
এশিয়া | ৪,৪৪,৯৩,০০০ | ৪১২ কোটি ১১ লাখ | ৫৪ | ৪৮ | মাউন্ট এভারেস্ট (৮৮৫০) |
আফ্রিকা | ২,৯৮,০০,৪৫০ | ১০০কোটি ৯৯ লাখ | ৫৬ | ৫৪ | কিলিমাঞ্জারো (৫৯৬৩) |
উত্তর আমেরিকা | ২,৪৩,২০,১০০ | ৫৩ কোটি ৩৩ লাখ | ২৩ | ২৩ | ম্যাককিনলে (৬১৯৪) |
দক্ষিন আমেরিকা | ১,৭৫,৯৯,০৫০ | ৩৮ কোটি ২ লাখ | ১২ | ১২ | আকাঙ্গাগুয়া (৬৯৫৯) |
ইউরোপ | ১,০৫,৩০,৭৫০ | ৭৩ কোটি ২২ লাখ | ৪৮ | ৪৬ | মাউন্ট এলবুর্জ (৫৬৩৩) |
ওশেনিয়া | ৭৬,৮৭,১২০ | ৩ কোটি ৫৪ লাখ | ১৪ | ১৪ | পুঁসাক জায়া (৪৮৮৪) |
এন্টার্কটিকা | ১,৫২,০৪,৫০০ | ৪ হাজার | - | - | ভিনসন মাসিক (৪৮৯৭) |
মোট | ১৪,৮৯,৫০,৩২০ | ৬৮২ কোটি ৯৮ লাখ | ২০৪ | ১৯৩ |
মহাদেশ
মহাদেশ | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | দেশ সংখ্যা (স্বাধীন দেশ) | জাতিসংঘ ভুক্ত দেশ | সর্বোচচ স্থান (মিটার) |
এশিয়া | ৪,৪৪,৯৩,০০০ | ৪১২ কোটি ১১ লাখ | ৫৪ | ৪৮ | মাউন্ট এভারেস্ট (৮৮৫০) |
আফ্রিকা | ২,৯৮,০০,৪৫০ | ১০০কোটি ৯৯ লাখ | ৫৬ | ৫৪ | কিলিমাঞ্জারো (৫৯৬৩) |
উত্তর আমেরিকা | ২,৪৩,২০,১০০ | ৫৩ কোটি ৩৩ লাখ | ২৩ | ২৩ | ম্যাককিনলে (৬১৯৪) |
দক্ষিন আমেরিকা | ১,৭৫,৯৯,০৫০ | ৩৮ কোটি ২ লাখ | ১২ | ১২ | আকাঙ্গাগুয়া (৬৯৫৯) |
ইউরোপ | ১,০৫,৩০,৭৫০ | ৭৩ কোটি ২২ লাখ | ৪৮ | ৪৬ | মাউন্ট এলবুর্জ (৫৬৩৩) |
ওশেনিয়া | ৭৬,৮৭,১২০ | ৩ কোটি ৫৪ লাখ | ১৪ | ১৪ | পুঁসাক জায়া (৪৮৮৪) |
এন্টার্কটিকা | ১,৫২,০৪,৫০০ | ৪ হাজার | - | - | ভিনসন মাসিক (৪৮৯৭) |
মোট | ১৪,৮৯,৫০,৩২০ | ৬৮২ কোটি ৯৮ লাখ | ২০৪ | ১৯৩ |
বিভিন্ন দেশের মুদ্রা
ডলার
এশিয়া -সিঙ্গাপুর, বা্রাইন, ব্রুনাই, পূর্ব তিমুর
আফ্রিকা-লাইবেরিয়া, জিম্বাবুয়ে
উ. আমেরিকা-যুক্তরাষ্ট্র, কানাডা, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, বেলিজ, গ্রানাডা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, সেন্ট লুসিয়া, এন্টিগুয়া এ্যন্ড বারমুডা
দ. আমেরিকা-গায়ানা
ওশেনিয়া-অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, ট্রুভ্যালু, নাউরু, কিরিবাতি, সলোমান দ্বীপপুঞ্জ
ইউরো
ইউরোপ-ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রীস, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সাইপ্রাস, মাল্টা, এস্তোনিয়া, EU ভুক্ত দেশ নয় এমন – মোনাকো, সানম্যারিনো, এন্ডোরা, মন্টিনিগ্রো, কসোভো ও ভ্যাটিক্যান সিটি
পাউন্ড
এশিয়া-সিরিয়া, লেবানন
ইউরোপ-যুক্তরাজ্য(পাউন্ড স্টার্লিং)
আফ্রিকা-সুদান, মিশর
ইউরোপ-সুইজারল্যান্ড, লিচেনস্টাইন
ফ্রাঙ্ক
আফ্রিকা-সেনেগাল, মালি, মালাগাছি, গিনি, চাদ, গ্যাবন, কঙ্গো, রুয়ান্ডা, ক্যামেরুন, বুরুন্ডি, জিবুতি, নাইজার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বেনিন, টোগো
পেসো
এশিয়া-ফিলিপাইন
আফ্রিকা-গিনি বিসাউ
উ. আমেরিকা-মেক্সিকো, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র
দ. আমেরিকা-আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, কলম্বিয়া, বলিভিয়া
শিলিং
আফ্রিকা-উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, তাঞ্জানিয়া,
ক্রোনা
ইউরোপ-আইসল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে
দিরহাম
এশিয়া-সংযুক্ত আরব আমিরাত,কুয়েত, জর্ডান
আফ্রিকা-মরক্কো
দিনার
ইউরোপ-ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া,ইরাক
আফ্রিকা-আলজেরিয়া, লিবিয়া, তিউনিশিয়া
রিয়াল
এশিয়া-ইরান, ইয়েমন, ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব
দ. আমেরিকা-ব্রাজিল
আরো কিছু দেশের মুদ্রার নাম
ভিয়েতনামের মুদ্রার নাম ডং
তুরস্কের মুদ্রার নাম-লিরা
অস্ট্রেলিয়া – অস্ট্রলিয়ান ডলার
আফগানিস্তান – আফগানি আফগান
বাহরাইন – বাহরাইনি দিনার
বাংলাদেশ – টাকা
চীন – রেন্মিনবি ইউয়ান
ইন্ডিয়া – ইন্ডিয়ান রুপি
ইন্দোনেশিয়া – ইন্দোনেশিয়ান রুপিয়া
ইরান – ইরানিয়ান তোমান
জাপান – জাপানিস ইয়েন
জর্দান – জর্দানিয়ান দিনার
কোরিয়া – কোরিয়ান ওঁন
কুয়েত – কুয়েতি দিনার
লেবানন – লেবাননী লিরা
লিবিয়া – লিবিয়ান দিনার
মালেশিয়া – মালাশিয়ান রিঙ্গিত
মরক্কো – মরক্কান দিরহাম
নেপাল – নেপালি রুপি
আন্তর্জাতিক দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস- ২ জানুয়ারি
বিশ্ব শিশু ক্যান্সার দিবস- ২৫ জানুয়ারি
আন্তর্জাতিক শুল্ক দিবস- ২৬ জানুয়ারি
বিশ্ব জলাভূমি দিবস- ২ ফেব্রুয়ারী
বিশ্ব ক্যান্সার দিবস- ৪ ফেব্রুয়ারী
বিশ্ব ভালোবাসা দিবস- ১৪ ফেব্রুয়ারী
বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস- ২০ ফেব্রুয়ারী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী
বিশ্ব স্কাউট দিবস- ২২ ফেব্রুয়ারী
আল কুদস দিবস- ২৪ ফেব্রুয়ারী
আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ
বিশ্ব কিডনি দিবস- ৯ মার্চ
বিশ্ব ক্রেতা দিবস- ১৫ মার্চ
বিশ্ব বন দিবস- ২১ মার্চ
আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস- ২১ মার্চ
বিশ্ব কবিতা দিবস- ২১ মার্চ
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ
বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
বিশ্ব যক্ষ্মা দিবস- ২৪ মার্চ
বিশ্ব নাট্য দিবস- ২৭ মার্চ
কমনওয়েলথ দিবস- মার্চ মাসের দ্বিতীয় সোমবার
বিশ্ব স্বাস্থ্য দিবস- ০৭ এপ্রিল
বিশ্ব হিমোফেলিয়া দিবস- ১৭ এপ্রিল
বিশ্ব যুবসেবা দিবস- ২১ এপ্রিল
বিশ্ব ধরিত্রী দিবস- ২২ এপ্রিল
বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
বিশ্ব শিশু দিবস- ২৭ এপ্রিল
আন্তর্জাতিক নৃত্য দিবস- ২৯ এপ্রিল
মে দিবস (শ্রমিক দিবস)- ০১ মে
বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস- ০৩ মে
(সফটওয়ার স্বাধীনতা দিবস)
বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস- ০৪ মে
বিশ্ব হাঁপানি দিবস- ০৪ মে
বিশ্ব রেডক্রস দিবস- ৮ মে
আন্তর্জাতিক থ্যালাসেনিয়া দিবস- ৮ মে
আন্তর্জাতিক সেবিকা দিবস- ১২ মে
আন্তর্জাতিক পরিবার দিবস- ১৫ মে
বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস- ১৭ মে
বিশ্ব জীববৈচিত্র্য দিবস- ২২ মে
বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
বিশ্ব ধূমপান বর্জন দিবস- ৩১ মে
বিশ্ব মা দিবস- মে মাসের দ্বিতীয় রবিবার
বিশ্ব পরিবেশ দিবস- ০৫ জুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
বিশ্ব রক্তদাতা দিবস- ১৪ জুন
বিশ্ব মরুময়তা দিবস- ১৭ জুন
আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস- ১৯ জুন
বিশ্ব শরণার্থী দিবস- ২০ জুন
আন্তর্জাতিক অলিম্পিক দিবস- ২৩ জুন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২৬ জুন
বিশ্ব বাবা দিবস- জুন মাসের দ্বিতীয় রবিবার
আন্তর্জাতিক সমবায় দিবস- ০১ জুলাই
বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস- ১ আগষ্ট
হিরোশিমা দিবস- ৬ আগষ্ট
নাগাসাকি দিবস- ৯ আগষ্ট
বিশ্ব আদিবাসী দিবস- ৯ আগষ্ট
আন্তর্জাতিক যুব দিবস- ১২ আগষ্ট
বিশ্ব আলোকচিত্র দিবস- ১৯ আগষ্ট
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস- আগষ্ট মাসের প্রথম রবিবার
বিশ্ব স্বাক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ১০ সেপ্টেম্বর
বিশ্ব গণতন্ত্র দিবস- ১৫ সেপ্টেম্বর
উপজাতিদের নাম ও দেশ
উপজাতি/ আদিবাসী | দেশ |
মাওরি | নিউজিল্যান্ড |
কসাক | পোল্যান্ড, ইউক্রেন |
ভাইকিং | নরওয়ে |
এস্কিমো | গ্রিনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডার, সাইবেরিয়া |
তাতার | সাইবেরিয়া |
রেড ইন্ডিয়ান | যুক্তরাষ্ট্র |
জুলু | দক্ষিণ আফ্রিকা |
হটেনটট | দক্ষিণ আফ্রিকা |
পিগমি | আফ্রিকা (কঙ্গো) |
নিগ্রো | মধ্য ও দক্ষিণ পশ্চিম আফ্রিকা মহাদেশ |
বুশম্যান | আফ্রিকা (বতসোয়ানা ও নামিবিয়ার কালাহারি মরুভূমি সংলগ্ন অংশে) |
বেদুইন | আরবের যাযাবর জাতি |
কুর্দি | তুরস্ক, ইরান ও ইরাক (কুর্দিস্তান) |
হুন | মধ্য এশিয়া |
পাপুয়ান | পশ্চিম ইরান |
শেরপা | নেপাল ও তিব্বত |
গুর্খা | নেপাল |
নাগা | ভারত (নাগাল্যান্ড) |
খাসিয়া* | ভারত (আসাম প্রদেশ) |
সাঁওতাল* | ভারত (উড়িষ্যা ও ছোটনাগপুর) |
দ্রাবিড় | ভারত ও শ্রীলঙ্কা |
আফ্রিদি | পাকিস্তান |
আইনু | জাপান |
ভৌগলিক উপনাম
- সূর্যোদয়ের দেশ – জাপান
- ভূ-স্বর্গ – কাশ্মীর
- নিষিদ্ধ দেশ – তিব্বত
- নিষিদ্ধ নগরী – লাসা
- মুক্তার দ্বীপ – বাহরাইন
- সমুদ্রের বধু – গ্রেট বিটেন
- নিশীথ সূর্য্যের দেশ – নরওয়ে
- সাদা হাতির দেশ – থাইল্যান্ড
- বাজারের শহর – কায়রো
- নীল নদের দেশ – মিশর
- আগুনের দ্বীপ – আইসল্যান্ড
- প্রাচ্যের ডান্ডি – নারায়ণগঞ্জ
- বজ্রপাতের দেশ – ভূটান
- সোনালী তোরণের শহর – সানফ্রান্সিসকো
- ইউরোপের ককপিট – বেলজিয়াম
- স্কাই স্ক্রাপার্সের শহর – নিউইয়র্ক
- ব্রিটেনের বাগান – কেন্ট (ইংল্যান্ড)
- মসজিদের শহর – ঢাকা
- সাদা শহর – বেলগ্রেড (যুগোস্লাভিয়া)
- মুক্তার দেশ – কিউবা
- বাতাসের শহর – শিকাগো
- হাজার দ্বীপের দেশ – ফিনল্যান্ড
- মন্দিরের শহর – বেনারস
- মরুভুমির দেশ – আফ্রিকা
- নীরব শহর – রোম
- পবিত্র ভুমি – প্যালেস্টাইন
- ভূমিকম্পের দেশ – জাপান
- সাত পাহাড়ের শহর – রোম
- দক্ষিণের গ্রেট ব্রিটেন – নিউজিল্যান্ড
- প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান
- শ্বেতাঙ্গদের কবরস্থান – গিনিকোস্ট
- পান্না দ্বীপ – আয়ারল্যান্ড
- চির সবুজের দেশ – নাটাল
- পোপের শহর – রোম
- উত্তরের ভেনিস – স্টকহোম
- স্বর্ণ নগরী – জোহনেসবার্গ
- ল্যান্ড অব মার্বেল – ইটালি
- পবিত্র পাহাড় - ফুজিয়ামা (জাপান)
- গোলাপি শহর – রাজস্থান (ভারত)
- দ্বীপের নগরী – ভেনিস
- আফ্রিকার সিংহ – ইথিওপিয়া
- সকাল বেলার শান্তি – কোরিয়া
- ইউরোপের রণক্ষেত্র – বেলজিয়াম
- চির বসন্তের নগরী – কিটো (দ. আমেরিকা)
- চীনের দুঃখ – হোয়াংহো নদী
- ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার – জিব্রাল্টার
- ম্যাপল পাতার দেশ – কানাডা
- দক্ষিণের রাণী – সিডনি
- প্রাচ্যের ভেনিস – ব্যাংকক
প্রণালি-সমূহ
প্রণালী | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
পক প্রণালী | ভারত -শীলঙ্কা | ভারত মহাসার - আরব মহাসাগর |
জিব্রাল্টার প্রণালী | আফ্রিকা - স্পেন | উত্তর আটলান্টিক - ভুমধ্যসাগর |
মালাস্কা প্রণালী | সুমাত্রা - মায়েশিয়া | বঙ্গোপসাগর - জাভা সাগর |
বেরিং প্রণালী | আমেরিকা - এশিয়া | উত্তর সাগর - বেরিং সাগর |
ফোরিডা প্রণালী | কিউবা - ফোরিডা | মেক্সিকো উপসাগর - আটলান্টিক |
ইংলিশ চ্যানেল | ফ্রান্স - ব্রিটেন | আটলান্টিক - উত্তর সাগর। |
সুন্দা প্রণালী | সুমাত্রা - জাভা | ভারত মহাসাগর - জাভা সাগর। |
হরমুজ প্রণালী | ইরান - আরব আমিরাত | পারস্য উপসাগর - ওমান সাগর |
মেসিনা প্রণালী | ইটালী - সিসিলি | টির ইনিয়ান - আইওনিয়ান সাগর। |
ডোভার প্রণালী | ফ্রান্স - ব্রিটেন | ইংলিশ চ্যানেল - উত্তর সাগর |
বসফরাস প্রণালী | এশিয়া - ইউরোপ | মরমর সাগর - কৃষ্ণ সাগর |
দার্দানেলিস প্রণালী | মরক্ক - মরক্ক | ইজিয়ান সাগর - মরমর সাগর |
বার্বেল মান্ডেল প্রণালী | এশিয়া - আফ্রিকা | এডেন - লোহিত সাগর |
বিখ্যাত দ্বীপসমূহ
|
বিখ্যাত হ্রদসমূহ
হ্রদ বিষয়ক প্রশ্নোত্তর | |
হ্রদ কাকে বলে? | চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি । |
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? | বৈকাল হ্রদ। |
পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি? | সুপিরিয়র। |
বিশ্বেও বৃহত্তম হ্রদ কোনটি? | কাস্পিয়ান সাগর। |
সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র ও কানাডা। |
জর্ডানের ডেড সি কোন ধরনের হ্রদ? | সুপেয় পানির হ্রদ। |
কাস্পিয়ানের সাগর কোথায় অবস্থিত ? | আজারবাইজান ও ইরান। |
ভিক্টোরিয়া হ্রদটির অবস্থান কোথায়? | উগান্ডা, কেনিয়াও তাঞ্জানিয়া। |
আরল হ্রদটি কোথায় অবস্থিত ? | রাশিয়া। |
গুরন হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র ও কানাডা। |
মিসিগান হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র । |
বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত ? | দক্ষিণ সাইবেরিয়া। |
টাঙ্গানিকা হ্রদের অবস্থান কোথায়? | কঙ্গো, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি। |
গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত ? | কানাডা। |
গ্রেট স্নেভ হ্রদটি কোথায় অবস্থিত? | কানাডা। |
নায়াসা হ্রদ কোথায় অবস্থিত? | মালাবি, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি। |
ইরি হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র ও কানাডা। |
সংগঠন- জোট - সঙ্ঘ
কমনওয়েলথ
কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
কমনওয়েলথ এর আদি নাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন
কমনওয়েলথ এর সদর দপ্তর- লন্ডনের মার্লবরো হাউজে
কমনওয়েলথ এর প্রধান- রাণী দ্বিতীয় এলিজাবেথ (বৃটেনের রাণী)
কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব- কমল শর্মা (ভারত)
কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন- কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো)
কমনওয়েলথ দিবস পালিত হয়- প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার
কমনওয়েলথ এর সদস্য- ৫৪ টি
NAM
NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.
NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)
NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান- মোহাম্মদ হুসেন টারটায়ি
NAM- এর এশিয়ার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান- শেখ হাসিনা
NAM এর সর্বশেষ (১৫তম/পঞ্চদশ) সম্মেলন অনুষ্ঠিত হয়- ১১-১৬ জুলাই ২০০৯ সালে (মিসরের শারম আল শেখে)
NAM পরবর্তী (১৬তম/ষোড়শ) সম্মেলন অনুষ্ঠিত হবে- ২৩-২৭ মে, ২০১১ (বালি, ইন্দোনেশিয়া)
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর
OIC
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation
OIC এর আদিনাম- Organization of the Islamic Conference
OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি
OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)
OIC এর সদর দপ্তর- জেদ্দা
বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে
অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক
SARRC
SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation
SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)
SAARC এর বর্তমান মহাসচিব- ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ)
ফাতিমা ধিয়ানা সায়েদ সার্কের- ১০ম মহাসচিব (১ মার্চ ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত)
SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী)
SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)
SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান
SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)
SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার
SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া
SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান
SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান
SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি
ইউরোপিয়ান ইউনিয়ন(EU)
ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।
EU এর পূর্ব নাম- EC (EEC)
EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে
EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি
EU এর বর্তমান সদস্য- ২৭ টি
EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)
ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে
ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)
1 Comments
,Thank you very much for kind information
ReplyDelete